৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দীঘিনালা বাবুছড়ায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকায় আজ রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাবুছড়া ইউনিয়ন বিএনপি ও দীঘিনালা উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. এ. আফসার, সাধারণ সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি। প্রধান বক্তা ছিলেন মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অনিমেষ চাকমা (রিংকু), যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, আব্দুর রব (রাজা), সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি, এডভোকেট বেদারুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি প্রার্থী, জেলা বিএনপি, সাহেদ সুমন, ছাত্র বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি,
মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক, দীঘিনালা উপজেলা বিএনপি।

সভায় সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম, সভাপতি, দীঘিনালা উপজেলা বিএনপি এবং সঞ্চালনা করেন শরিফুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির আসনে তারা জননেতা ওয়াদুদ ভূঁইয়াকে সংসদে দেখতে চান। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে সবাইকে দল-মত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান করেন বক্তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top