শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ কামারবায়সা গ্রামে আজ সকাল ১০টায় একটি নতুন রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ওয়ার্ড মেম্বার মাওলানা জাহাঙ্গীর। এসময় বিপুল সংখ্যক গ্রামবাসী উপস্থিত থেকে আনন্দঘন পরিবেশে উন্নয়নমূলক এ কার্যক্রমকে স্বাগত জানান।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল গ্রামীণ সড়কটি পাকাকরণের। তারা জানান, এতদিন কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বিশেষ করে বর্ষাকালে চরম দুর্ভোগ পোহাতে হতো। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হতো, কৃষিপণ্য বাজারজাতকরণে সমস্যা তৈরি হতো এবং জরুরি প্রয়োজনে যোগাযোগে বড় প্রতিবন্ধকতা দেখা দিত।
চেয়ারম্যান মফিজুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “এটি মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষিত গ্রামীণ উন্নয়ন কার্যক্রমের অংশ। রাস্তা পাকাকরণ সম্পন্ন হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন হবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।”
এসময় গ্রামবাসীরা এ উন্নয়ন কার্যক্রমের জন্য ইউনিয়ন পরিষদ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরণের উদ্যোগ গ্রামীণ জীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।