৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী ভার্সিটিতে, ভেটেরিনারি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম উদ্বোধন

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসটিএম) অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের B.Sc. Vet. Sci. & A.H. ডিগ্রির লেভেল-১, সেমিস্টার-১ এর একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় একাডেমিক ভবন-১ এর ২০৯ নং কক্ষ ও একাডেমিক ভবন-২ এর শ্রেণিকক্ষে পৃথকভাবে এই কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

এ সময় অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম, কম্বাইন্ড ডিগ্রি সম্পর্কিত কমিটির সভাপতি প্রফেসর ড মো: মামুন অর রশিদ এবং সদস্য সচিব প্রফেসর ড. মো: মাসুদুর রহমান, এএনএসভিএম অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, অনুষদের প্রফেসর কুলসুম বেগম, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান চৌধুরী, প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান, প্রফেসর ড. মোস্তফা আনোয়ার এবং প্লান্ট প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ভাইস চ্যান্সেলরের একান্ত সহকারী ড. মুহাম্মদ ইকবাল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মোট ১৪০ জন নবীন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, যাদেরকে দুইটি সেকশনে (সেকশন-এ ও সেকশন-বি) ভাগ করে পাঠদান শুরু করা হয়েছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, একাডেমিক উৎকর্ষের পাশাপাশি নিজেদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি দিয়ে গড়ে তুলতে হবে। আগামী দিনে তোমরাই ভেটেরিনারি খাতকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।”

অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য B.Sc. Vet. Sci. & A.H. কম্বাইন্ড ডিগ্রির যাত্রা আজকে থেকে শুরু হল। এর ফলে এখানে অধ্যয়নরত শিক্ষার্থীরা ভবিষ্যতে সরকারি ও বেসরকারি উভয় খাতেই কর্মসংস্থানের বাড়তি সুযোগ পাবে। তোমাদের গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানচর্চা প্রাণী সম্পদ খাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

তিনি আরও বলেন, “প্রাণী সম্পদ বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। এই খাতকে এগিয়ে নিতে আপনাদের পড়াশোনা ও গবেষণায় মনোযোগী হতে হবে। পবিপ্রবি থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা দিয়ে তোমরা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিকতার শিক্ষা অর্জনের পাশাপাশি গবেষণামুখী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শুরু হওয়ার আগে ভাইস চ্যান্সেলর উক্ত ক্যাম্পাসের বিভিন্ন হল ও একাডেমিক ভবন ঘুরে দেখেন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top