মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম পাবলাখালী কৃপাপুর এলাকায় প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (দি বেবি টাইগার্স) দীঘিনালা জোনের উদ্যোগে কবাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৃপাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ ক্যাম্পে তিন শতাধিক নারী-পুরুষ, শিশু ও শিক্ষার্থী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্রও সরবরাহ করা হয়। ক্যাম্পে নেতৃত্ব দেন দীঘিনালা জোনের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন রাকিবুল ইসলাম। তিনি নিজ হাতে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ বিতরণ করেন এবং সার্বিক কার্যক্রম তদারকি করেন।
ক্যাপ্টেন রাকিবুল ইসলাম বলেন, “কৃপাপুর এলাকার মানুষের জন্য উন্নত চিকিৎসা সুবিধা পাওয়া কঠিন। সেনাবাহিনী নিয়মিত এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করে আসছে, যাতে দুর্গম অঞ্চলের মানুষ ঘরের কাছেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়। এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
চিকিৎসা নিতে আসা স্থানীয় নন্দন চাকমা (৫৫) বলেন, “অনেকদিন ধরে হাটু ও বুকের ব্যথায় কষ্ট পাচ্ছিলাম। আজ ডাক্তার দেখিয়ে ওষুধ পেয়েছি। আশা করি উপকার হবে। সেনাবাহিনীকে ধন্যবাদ।”
আরেক সেবাগ্রহীতা লক্ষ্মী চাকমা জানান, “এলাকায় ভালো চিকিৎসা পাওয়ার সুযোগ খুব কম। আজকের মেডিকেল ক্যাম্প আমাদের জন্য আশীর্বাদের মতো। এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে আমরা আরও বেশি উপকৃত হব।”
স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সেনাবাহিনীর এ উদ্যোগে দুর্গম পাহাড়ি জনপদে এনে দিয়েছে স্বস্তি আর আশার আলো।