৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মনপুরায় পাচারের পথে তজুমদ্দিনে আটক ৫৫ বস্তা সরকারি সার

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
ভোলার জেলার তজুমদ্দিন থেকে মনপুরা উপজেলায় নদী পথে পাচারের সময় ৫৫ বস্তা সরকারি টিএসপি সার জব্দ করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে স্থানীয়দের সহযোগিতায় এ সার জব্দ করা হয়। তবে অভিযুক্তরা পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, তজুমদ্দিন-মনপুরা রুটের সি-ট্রাকে সার উঠানোর সময় সন্দেহ হলে এলাকাবাসী বাঁধা দেয়। এসময় পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা কৃষি অফিসার ঘটনাস্থলে পৌঁছে কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিসিআইসি) ৫৫ বস্তা টিএসপি সার জব্দ করেন।

শশীগঞ্জ ঘাটের টোল আদায়কারী মো. নুরনবী জানান, নসিমনযোগে ঘাটে আনা সারগুলো শ্রমিকরা সি-ট্রাকে তুলছিলেন। স্থানীয় কয়েকজন সন্দেহ করলে বিষয়টি ফাঁস হয়ে যায় এবং পুলিশে খবর দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিসার মো. ইব্রাহিম বলেন, কোথা থেকে এবং কারা সারগুলো এনেছে তা এখনো সনাক্ত করা যায়নি। তজুমদ্দিনের বিসিআইসি সার ডিলারের রেজিস্ট্রার ও কাগজপত্র যাচাই চলছে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহব্বত খান বলেন, স্থানীয় জনতার সহযোগিতায় জব্দকৃত ৫৫ বস্তা সার থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top