৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পবিপ্রবিকে গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা

মোঃ ফাহিম,পবিপ্রবি প্রতিনিধি,

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (পবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার মূল দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (৭ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের কাছে একটি আবেদনপত্র জমা দেন।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ ও সুষ্ঠু হয়েছে। এতে শিক্ষার্থীদের ভোগান্তিও অনেকাংশে কমেছে। এ ব্যবস্থাকে আরও কার্যকর ও সফল করতে পবিপ্রবির নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, প্রতি বছর পর্যায়ক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাবিপ্রবি) গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিয়ে আসছে। কিন্তু পর্যাপ্ত সক্ষমতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও পবিপ্রবিকে এখনও এ দায়িত্ব দেওয়া হয়নি। তাই আসন্ন শিক্ষাবর্ষে এ দায়িত্ব পবিপ্রবিকে দেওয়ার জোর দাবি জানান তারা।

এ বিষয়ে রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, “আমরা সবসময় প্রস্তুত আছি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য। তবে এই দায়িত্ব আবেদনপত্রের মাধ্যমে আসে না, ইউজিসি থেকে দেওয়া হয়। যদি ইউজিসি পবিপ্রবিকে এই দায়িত্ব দেয়, তবে আমরা যথাযথভাবে তা পালন করার সক্ষমতা রাখি।”

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “২০২৩ সালে একবার এই বিশ্ববিদ্যালয় গুচ্ছ পরীক্ষা আয়োজনের সুযোগ পেয়েছিল। কিন্তু তৎকালীন প্রশাসন সেই সুযোগ গ্রহণ করেনি। ভবিষ্যতে যদি আমরা এই দায়িত্ব পাই, তবে পূর্ণ সক্ষমতা নিয়ে তা পালন করব।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top