৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উত্তর বংশীকুন্ডা বিএনপির সম্মেলন সভাপতি মোক্তার, সাধারণ সম্পাদক আঃ সালাম

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সম্মেলনে উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহজাহান খন্দকারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় উৎসবমুখর পরিবেশে দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হন জনাব মোক্তার হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন জনাব আব্দুস সালাম।

উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ আবে হায়াত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ আব্দুল কাইয়ুম মজনু , যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ মোশাহিদ তালুকদার , উপজেলা বিএনপির সদস্য জনাব মোঃ কামাল হোসেন।

তাছাড়া বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাত্রদল, যুবদলসহ ও বিএনপির নানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলার নেতৃবৃন্দ বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের উপস্থিতিতে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত হয় মোক্তার হোসেন। সভাপতি পদে মুক্তার হোসেনের প্রাপ্ত ভোট ৩৭৬ টি, প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী জামাল হোসেনের প্রাপ্ত ভোট ১৩ টি। নির্বাচন কমিশন মোক্তার হোসেনকে সভাপতি হিসেবে ঘোষণা করে।

তাছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় মজনু মিয়া। সাধারণ সম্পাদক পদে ভোটাভুটিতে নির্বাচিত হয় আব্দুস সালাম। সাধারণ সম্পাদক পদে আব্দুস সালামের প্রাপ্ত ভোট ২৮২ টি, প্রতিদ্বন্দ্বী সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ হোসেনের প্রাপ্ত ভোট ১২০ টি।

তাছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় মঞ্জুরুল হক। সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় আমিনুল ইসলাম।

নির্বাচিত সভাপতি জনাব মুক্তার হোসেন বলেন, সুন্দর সুশৃঙ্খলভাবে আজকের সম্মেলন সমাপ্ত হয়েছে। ভোটারদের মাধ্যমে নতুন নেতৃত্ব বের হয়ে আসছে ও আমাকে সভাপতি নির্বাচিত হয়েছে। এজন্য আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি এই কঠিন দায়িত্ব সুন্দর ভাবে পালন করার চেষ্টা করবো ও সংগঠনকে শক্তিশালী করতে সকলকে নিয়ে একসাথে কাজ করবো

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top