৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের সাড়া দেখে আশাবাদী ছাত্রদল নেতা নাছির উদ্দিন নাছির

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া দেখে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাছির বলেন, শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে নিজেদের মতামত জানাচ্ছেন এবং আমাদের প্যানেলের প্রতি আস্থা রাখছেন। বিশেষ করে ভিপি ও এজিএস প্রার্থীরা অতীতে গণঅভ্যুত্থানসহ গত ১৭ বছরের রাজনীতিতে ধারাবাহিকভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান করেছেন। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতেও সেই অধিকার রক্ষায় সক্ষমতা রাখেন।

তিনি এ নির্বাচনকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘ ১৭ বছর তরুণদের মতামতকে উপেক্ষা করে শাসন কায়েম করা হয়েছিল। শিক্ষার্থীরা রক্ত ও ত্যাগের বিনিময়ে তা প্রতিহত করেছে। ডাকসুর এই নির্বাচন পরিবর্তিত বাস্তবতার প্রতিচ্ছবি এবং দেশের ভোটাধিকার পুনরুদ্ধারের প্রাথমিক সূচনা।

অনাবাসিক শিক্ষার্থীদের উদ্দেশে নাছির আহ্বান জানান, সবাই যেন কেন্দ্রে এসে ভোট দেন। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমেই সবচেয়ে যোগ্য নেতৃত্ব উঠে আসবে।

নির্বাচনী পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বড় কোনো বিশৃঙ্খলা হয়নি। তবে অভিযোগ করেন, কিছু কেন্দ্রে তাদের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, নিজ নিজ হলে প্রবেশ করা যাবে না বা মেয়েদের লাইনের কাছে যাওয়া যাবে না। তার মতে, এটি বৈষম্যমূলক আচরণ। তবুও তিনি স্বীকার করেন, সামগ্রিকভাবে ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং শিক্ষার্থীরা সক্রিয়ভাবে ভোট দিচ্ছেন।

প্রসঙ্গত, দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top