মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলা কারাগারে সাজা ভোগ শেষে রোকসানা খাতুন (২২) নামে এক নারীকে সেলাই মেশিন দেয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ নাযিরুজ্জামান ।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কারাগার প্রাঙ্গণে ওই নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।রোকসানা খাতুন রাজশাহী জেলার কাশিয়া ডাঙ্গা আশ্রয়ন এলাকার আল মামুদের স্ত্রী
কারাগার সুত্র জানাযায়, একটি মাদকের নীলফামারীর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই বছর তিন মাসের সাজা হয়েছিলো রোকসানা খাতুনের। ৮ সেপ্টেম্বর তার সা’জা শেষ হয়। জেল থেকে বের হয় পরবর্তী জীবনে আবার যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়,সেজন্য তাকে এই উপহার প্রদান করা হয়।
উপহারের সেলাই মেশিন প্রধান কালে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘কারাগার থেকে বের হওয়ার পর তিনি যেন হতাশ হয়ে অপরাধ মূলক কর্মকাণ্ডে নিজেকে না জড়ান এবং ভবিষ্যতে সৎপথে হালাল রুজি রোজগার করে খেতে পারেন সেজন্য পুর্নবাসন কর্মসুচির অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়। এরআগেও বেশ কিছু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিদের পুর্নবাসন কর্মসুচির অংশ হিসেবে ইলেকট্রিক ভ্যান প্রদান করা হয়েছিলো। অপরাধী ব্যক্তিদের সাজা ভোগের পর পরবর্তী জীবনে সৎ পথে তাদের জীবন পরিচালনার জন্য আমাদের এ পুনর্বাসন কর্মসূচি অব্যাহত থাকবে।