নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক, জনপ্রিয় ইসলামী আলোচক মুফতি আলী হাসান ওসামা বলেছেন, আমরা আশা করি সাচ্চা দেশপ্রেমিক জনতাই বৈষম্যমুক্ত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। আজ রাজনীতিতে প্রকৃত দেশপ্রেমের অভাব রয়েছে, রাজনীতির লক্ষ্য যদি হয় ক্ষমতা, তাহলে এই রাজনীতির দ্বারা দেশ ও জাতি উপকৃত হতে পারে না। আমরা একটি ভারসাম্যপূর্ণ ও বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্রের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টায় সিলেট মহানগরীর সোবহানীঘাটস্থ একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত মহানগরীতে অবস্থানরত সিলেট-৪ নির্বাচনী আসনের বিভিন্ন শ্রেণি ও পেশার লোকদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ও সিলেট-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে ও কবি মীম সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আহমদ বেলাল, খেলাফত মজলিস সিলেট জোনের পরিচালক অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা শাখার সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট-১ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সংগঠনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সিলেট-৩ আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট -৬ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা সাদিকুর রহমান, মহানগর সহসভাপতি মাওলানা আব্দুল হান্নান তাপাদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শাব্বির আহমদ, মহানগর উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ওলীউর রহমান, মহানগর শ্রমিক মজলিসের সভাপতি মুহাম্মদ আব্দুর রহীম, জেলা খেলাফত মজলিসের ছাত্র বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব (সাংগঠনিক) জেলা শাখার সভাপতি সালমান আহমদ, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা বিলাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, গোওয়ানঘাট উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন, সহ-সভাপতি হাফিজ মাওলানা জুয়েব রহমান জসিম, সাধারণ সম্পাদক কেএম মনসুর আহমদ, মাওলানা ইলিয়াস মাশহুদ।