খালিদ হোসেন হৃদয়, ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আজ ৮ সেপ্টেম্বর-২০২৫ খ্রীঃ নবাগত ইউএনও জনাব তাপস পাল এর নতুন দায়িত্ব গ্রহণ। নবাগত ইউএনও জনাব তাপস পাল কে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় স্বাগতম জানিয়ে ফুলেল তোরার শুভেচ্ছা সহ অভিনন্দন জানান ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
এসময়ে ভাঙ্গুড়া উপজেলার সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
নবাগত ইউএনও জনাব তাপস পাল দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই (শিক্ষাই জাতির মেরুদণ্ড)সেই শিক্ষার শক্ত ভিতের প্রথম ধাপ,মানুষ গড়ার আসল ও মজবুদ সঠিক কারিগর ভাঙ্গুড়া উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে কম্পিউটার সামগ্রী বিতরণ করেন নবাগত ইউএনও জনাব তাপস পাল।
যা আধুনিক বিজ্ঞানের আধুনিক যুগের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ নিতে পারবে শিশু শিক্ষার প্রথম ধাপগুলির মধ্যে থেকেই,যা তাদের জন্য পরিপূর্ণ সুশৃঙ্খল সুশিক্ষায় সুশিক্ষিত সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে কোমলমতি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা, এমন মনোভাব নবাগত ইউএনও জনাব তাপস পালের।