মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় মধ্য বোয়ালখালী মানবিক যুব সমাজের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে মধ্য বোয়ালখালী কেন্দ্রীয় জামে মসজিদে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা মুফতি ইদ্রিস আল আজাদী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ জাহাঙ্গীর।
মধ্য বোয়ালখালী মানবিক যুব সমাজ একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অসহায়, হতদরিদ্র ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছে। বিশেষ করে অসহায় বাবার মেয়ের বিয়ের খরচ বহনসহ নানা মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করেছে সংগঠনের সদস্যরা।
বর্তমানে সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন হাফেজ মাওলানা মুফতি ইদ্রিস আল আজাদী, সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন এবং অর্থ সম্পাদক রুহুল আমিন রাকিব।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে কেন্দ্র করে উপজেলার অন্যান্য মানবিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যতে একসাথে কাজ করে অসহায় ও হতদরিদ্র মানুষের সেবায় পাশে থাকার আশ্বাস দেন।