৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতাঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে। আজ মঙ্গলবার(০৯ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী শহরের রেলগেটস্থ বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকাল ৪টায় শহরে বের হবে বর্ণাঢ্য র‌্যালী। এরপর হবে আলোচনা সভা।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে পৌর মহিলা দলনেত্রী শামিমা আরা সাথির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আহসান হাবীব, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, মেনেকা পারভীন জলি, রিজিয়া সুলতানা রিংকি ও সুলতানা পারভীন মিষ্টি।

পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর দুলাল, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন উজ্জ্বল, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নুরে আলম শ্যামল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামনুর রশীদ নান্টু, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, পৌর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন নিফা, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক রাশেদুল ইসলাম রিপন, যুবদল নেতা সাইদুর রহমান সাঈদ, স্বেচ্ছাসেবক দল নেতা ফয়সাল ইকবাল জুয়েল, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. কামরুন্নাহার মুক্তা, যুবদল নেতা মিঠুন হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক রুমন আলী, ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওন, মহিলা দলের হামিদা খাতুন, আলেয়া খাতুন, রওশন আরা বেগম, স্মৃতি খাতুন, মোছা. ফাতেমা খাতুন, বিথি খাতুন প্রমূখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top