শিরোনাম:
নেপালে জেন জিদের নেতৃত্বে চলমান দুর্নীতিবিরোধী বিক্ষোভের চাপের মুখে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন। এ বিক্ষোভের প্রভাব পড়েছে কাঠমান্ডুতেও, যেখানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
রাজধানীর হিলটন হোটেলের পাশের একটি ভবনে বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা বাংলাদেশ দল অবস্থান করা হোটেলে প্রবেশ করে খোঁজ নিতে চান কোনো রাজনৈতিক নেতা সেখানে আছেন কিনা।
জাতীয় দলের স্ট্রাইকার সুমন রেজা জানান, “হিলটন হোটেলে আগুন দেওয়ার পর আমরা ভীত হয়ে পড়ি। সবাই লবিতে অবস্থান করি। পরে হোটেল কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের বোঝায় এখানে শুধু ফুটবলাররা আছেন, কোনো রাজনৈতিক নেতা নেই। আমাদের দেখে তারাও বিষয়টি বুঝতে পারে। এরপর আতঙ্ক কিছুটা কমেছে।”
এদিকে অধিনায়ক জামাল ভূঁইয়া পাশের ভবনে আগুন দেওয়ার ভিডিও নিজের ফেসবুক পেজে আপলোড করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “এখানে মনে হয় নিরাপদ না। অন্য কোথাও যাবো কিনা।”
সুমন রেজা আরও জানান, “আমাদের হোটেলের পাশেই সরকার দলীয় এক রাজনৈতিক নেতার বাড়ি। সেখানে আগুন দেওয়া হয়েছে। আরেকটু দূরে হোটেল হিলটন, সেটিতেও আগুন লাগানো হয়েছে।”