নিজস্ব প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী সাদিক কায়েম বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা যারা করবে, তাদের পরিণতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়েও খারাপ হবে।
মঙ্গলবার সন্ধ্যায় ভোটগ্রহণ শেষে মধুর ক্যান্টিনের বাইরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের আরেক নেতা এস এম ফরহাদ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ অতীতে যেভাবে শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করত, আজ ছাত্রদলের নেতাকর্মীরাও সেই আচরণ করেছে, যা অত্যন্ত দুঃখজনক। শিক্ষকদের সঙ্গে সব সময় শ্রদ্ধাশীল ব্যবহার করা উচিত।
তিনি আরও অভিযোগ করেন, ছাত্রদল নাটক মঞ্চস্থ করতে গিয়ে ব্যর্থ হয়েছে। তারা ভোট কারচুপির অভিযোগ করলেও তার কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ফলে তাদের অভিযোগ গ্রহণযোগ্য নয়।
এস এম ফরহাদ দাবি জানান, যে কেন্দ্রেই অভিযোগ উঠবে, সেখানকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।