নিজস্ব প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস ও পরীক্ষা আগামীকাল বুধবারও অনুষ্ঠিত হবে না। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা ও ফল ঘোষণা বিলম্বিত হওয়ায় বুধবারও ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে তিন দফায় ছুটি পরিবর্তনের ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথমে নির্বাচন উপলক্ষে ৭, ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর চারদিনের ছুটি ঘোষণা করা হয়। তবে দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে যেতে পারেন—এই আশঙ্কায় অনেক প্রার্থী আপত্তি জানান। কেউ কেউ লিখিতভাবে নির্বাচন কমিশনের কাছে ছুটি বাতিলের দাবিও তোলেন।
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষ প্রথমে একদিন ছুটি কমিয়ে তিনদিনে সীমিত করে। পরে আবার সিদ্ধান্ত বদলে শুধু ভোটের দিন ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। তবে ভোট গণনায় বিলম্ব হওয়ায় অবশেষে বুধবারও ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিশ্চিত করা হলো।