নিজস্ব প্রতিনিধি:
ডাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আজকের এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা প্রতিটি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি। একই সঙ্গে আমরা স্মরণ করছি বাংলাদেশে আজাদি আন্দোলনের সব শহীদদের, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে প্রাণ হারানো শহীদদের, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের এবং ক্যাম্পাসে ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়ে নিহত আবরার ফাহাদসহ সব শহীদদের। মহান আল্লাহ তাঁদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীরা ভোট দিয়ে যে আমানত আমাদের ওপর অর্পণ করেছেন, আমরা তা সঠিকভাবে পালন করব। স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না করা পর্যন্ত আমরা থামব না।
তিনি আরও বলেন, আমি ভিপি হিসেবে নয়, একে অপরের ভাই-বোন হিসেবে পরিচয় দিতে চাই। আমরা চাই ক্যাম্পাসকে একটি নিরাপদ পরিবেশে রূপান্তর করতে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে।
সাদিক কায়েম জানান, আমরা আমাদের সহযোদ্ধাদের নিয়ে একসঙ্গে কাজ করব। আমরা যারা একত্রে নির্বাচন করেছি, তারা প্রত্যেকে আমাদের উপদেষ্টা। তাঁদের কাছ থেকে আমরা পরামর্শ আশা করব, যাতে আমাদের ভুলগুলো তারা ধরিয়ে দিতে পারেন এবং আমরা আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারি।