১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডাকসু নির্বাচনে সদস্যপদে জয়ী হলেন যারা

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ইতিহাস গড়েছে। মোট ২৮টি পদের মধ্যে ২৩টি পদে জয় পেয়েছে তারা। সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সহ ১২টি সম্পাদকীয় পদ এবং ১৩টি সদস্য পদের মধ্যে ১১টি পদে বিজয়ী হয়েছে সংগঠনটির সমর্থিত প্রার্থীরা। বাকি পাঁচটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা মো. জসীম উদ্দিন।

ভিপি পদে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের আবু সাদিক কায়েম। জিএস পদে জয় পেয়েছেন এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খান নির্বাচিত হয়েছেন।

সম্পাদকীয় পদে বিজয়ীদের মধ্যে আছেন—মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র), ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক মো. জাকারিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র), গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র), ক্রীড়া সম্পাদক আরমান হোসেন এবং ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।

১৩টি সদস্য পদে বিজয়ীদের মধ্যে আছেন—সাবিকুন নাহার তামান্না (১০,০৮৪ ভোট), সর্ব মিত্র চাকমা (৮৯৮৮), ইমরান হোসাইন (৬২৫৬), আফসানা আক্তার (৫৭৪৭), রায়হান উদ্দীন (৫০৮২), মো. মিফতাউল হোসাইন আল মারুফ (৫০১৫), তাজিনুর রহমান (৫৬৯০), আনাস ইবনে মুনীর (৫১৪০), হেমা চাকমা (৪৯০৮), বেলাল হোসাইন অপু (৪৮৬৫), মো. রাইসুল ইসলাম (৪৫৩৫), মো. শাহীনুর রহমান (৪৩৯০) এবং উম্মে উসওয়াতুন রাফিয়া (৪২০৯)।

এর মধ্যে হেমা চাকমা প্রতিরোধ পর্ষদ থেকে সদস্য পদে জয়ী হয়েছেন এবং রাফিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। বাকিরা সবাই ছাত্রশিবির সমর্থিত জোটের সদস্য।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top