মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
শিক্ষিত সমাজ-সুশৃঙ্খল উন্নয়ন, আমার পাহাড়-আমার জীবন” এই শ্লোগানকে সামনে রেখে দীঘিনালা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এ কমিটি অনুমোদন করা হয়। দীঘিনালায় পার্বত্য নাগরিক পরিষদের কমিটি গঠন।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদুল ইসলাম (বেতছড়ি পাড়া) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ মনসুর মিয়া (হাসিনসনপাড়া)।
৩২ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ আল আমিন হাওলাদার , সহ-সভাপতি মোঃ ইসমাইল। এছাড়া সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ, দপ্তর সম্পাদক মোঃ আরিফ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন এই কমিটি দীঘিনালায় উন্নয়ন, শিক্ষা, ক্রীড়া ও সামাজিক ঐক্যের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।