১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাংবাদিক কে এম সবুজের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক কালের কণ্ঠের ঝালকাঠি প্রতিনিধি সাংবাদিক কে এম সবুজের ওপর হামলার ঘটনায় অবশেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর সকালে নলছিটি থানায় তিনি এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯ জুন “নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখেন ওষুধ কোম্পানির প্রতিনিধি মোহাম্মদ মহসিন” শিরোনামে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর থেকেই মহসিন সাংবাদিক কে এম সবুজের ওপর ক্ষিপ্ত ছিল। এরই ধারাবাহিকতায় মহসিন ও তাঁর সহযোগী রাশেদ খান মিঠুর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে গত সোমবার দুপুরে একদল সন্ত্রাসী সাংবাদিক সবুজের ওপর হামলা চালায়।

এর আগে নলছিটি চায়না মাঠের উত্তর পাশে সরকারি জমিতে মহসিন ও মিঠু অবৈধ স্থাপনা নির্মাণ শুরু করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন কাজ বন্ধের নির্দেশ দেন। এ ঘটনায় ইউএনও নলছিটি প্রেসক্লাবের সভাপতি এনায়েত করিম ও সাধারণ সম্পাদক কে এম সবুজকে তাঁর কার্যালয়ে ডাকেন। বৈঠক শেষে নিচে নামার পরপরই মহসিন ও মিঠুর নেতৃত্বে পাঁচ-ছয়জন ব্যক্তি সবুজের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। আহত অবস্থায় সাংবাদিক কে এম সবুজকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে সাংবাদিক কে এম সবুজ বলেন, আমার প্রকাশিত সংবাদের পর থেকেই মহসিন আমাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। শেষ পর্যন্ত প্রকাশ্যে হামলা চালিয়েছে। জীবন নিয়ে আমি শঙ্কিত।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top