১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলা মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা মহিলা দলের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নারী নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক নাসরিন আক্তার। বক্তৃতা দেন জেলা মহিলা দলের প্রচার সম্পাদক বাবলি বেগম, কুটির শিল্প সম্পাদক মোসলেমা বেগম, ইটাখোলা ইউনিয়নের সভানেত্রী হুমায়রা আক্তার, চওড়া বড়গাছা ইউনিয়নের সভানেত্রী গোলাপী খাতুন প্রমুখ।

সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দীর্ঘ ৪৭ বছর ধরে নারী সমাজকে সংগঠিত করে নারী অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রাম, এবং তারেক রহমানের নেতৃত্ব আমাদের প্রেরণা জোগায়। দেশের সংকটকালে নারীরাও সক্রিয়ভাবে ভূমিকা রাখছে।”

সাধারণ সম্পাদক নাসরিন আক্তার বলেন, “দেশে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনের শাসনের অভাব ও দুর্নীতিতে মানুষ দিশেহারা। জনগণের মুক্তির একমাত্র উপায় হলো সঠিক সিদ্ধান্ত নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া।”

অনুষ্ঠান শুরুর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা মহিলা দলের বিভিন্ন ইউনিটের নেত্রীবৃন্দ, সদস্য, স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top