১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়ির তিন সড়কে ইউপিডিএফ সমর্থিত সংগঠনের আধাবেলা অবরোধ

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত তিনটি সংগঠনের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে দুপুর ১২টা পর্যন্ত। অবরোধের কারণে খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ায় গ্রামবাসীর ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত ছয় সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

অবরোধের ডাক দিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি। গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মিঠুন চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমা।

ইউপিডিএফের অন্যতম সংগঠক অংগ্য মারমা জানান, অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স, জরুরি ওষুধ, বিদ্যুৎ সরবরাহকারী গাড়ি, সাংবাদিক ও সংবাদপত্র পরিবহনকারী যানবাহন অবরোধের আওতার বাইরে থাকবে। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর তবলাপাড়ায় ছয় সন্ত্রাসী গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ করলে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top