জাকির হোসেন হাওলাদার, দুমকীওপবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি :
সুস্থ জীবন পেতে হলে মাদককে না বলতে হবে। সময়কে গুরুত্ব দেয়া জরুরী। সময়ের সাথে সাথে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে হবে। তোমরা জীবনের প্রথম ধাপটি পার হয়েছো। ভবিষ্যতে বহুদূর যেতে হবে। এজন্য প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে। মোবাইল, মাদক, বন্ধু এ ৩টি থেকে দূরে থাকতে হবে।বুধবার পটুয়াখালী জেলা শহরে, শিখো-প্রথম আলো আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। এসময় শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ করে দিতে অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।
পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের মতো প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের পদচারনায় মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমি চত্বর। শিক্ষার্থীদের নাচ-গান, হইহুল্লোড়, আনন্দ-উচ্ছ্বাসে সংবর্ধনা অনুষ্ঠান প্রাণবন্ত এক উৎসবে রূপ নেয়।
এসময় কয়েক শ’ শিক্ষার্থীর সাথে উপস্থিত ছিলেন অভিভাবক ও সুধীজনরা। সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। এরপর রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন সভাপতি ও প্রথম আলোর পটুয়াখালী জেলা প্রতিনিধি বিলাস দাস। তিনি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন।
এসময় অভিভাবক সাথী আক্তার বলেন, প্রথম আলো তাঁদের কাছে একটি প্রেরণার নাম। কৃতি শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরনা জোগাবে।
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে চলে বন্ধুসভার সদস্য ও কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীদের মধ্যে সংগীত পরিবেশন করেছে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অরিত্রি চক্রবর্তী, নওরিন জাহান জুঁই ও পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অহিদুল।
এছাড়াও মেহেদী হাসান সজিবের পরিচালনায় দলীয় ও একক নৃত্য পরিবেশন করেন একদল নৃত্যশিল্পী।অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থকে না বলার শপথ করান প্রথম আলো’র জলবায়ু প্রকল্প ব্যবস্থাপক খলিলউল্লাহ্।
প্রথম আলো বন্ধুসভা পটুয়াখালীর সাবেক সহ সভাপতি ইয়া হাদিয়া সোনামণির সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করে কৃতি শিক্ষার্থী পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তানিসা তারান্ন, পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের জোয়ারের আহমেদ। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় বিজয়ী ১০ জনকে পুরস্কৃত করা হয়। এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব ও সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ ইকবাল হোসেনসহ বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।