১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও হর্ণ জব্দ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে সদর উপজেলার বাইপাস মোড় এলাকায় পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজীর ইসলাম। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন।

অভিযান চলাকালে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় দুইটি যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী মোট এক হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে চারটি নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ জব্দ করে তা ধ্বংস করা হয়।

এ সময় বিভিন্ন যানবাহনের চালককে নিষিদ্ধ হর্ণ ব্যবহার না করার জন্য সতর্ক করা হয় এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও স্টিকার সংযুক্ত করা হয়।

পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে—শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top