১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুমকি উপজেলায়, পল্লী বিদ্যুৎকর্মীদের গণছুটি, চরম ভোগান্তিতে ৩০হাজার গ্রাহক

জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, পল্লী বিদ্যুৎ সমিতির ২৬ কর্মকর্তা-কর্মচারী আকস্মিকভাবে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ায়, প্রায় ৩০হাজার গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে ২৪ ঘণ্টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দেওয়া হলেও তারা কর্মবিরতি অব্যাহত রেখেছেন।এ ঘটনায় দুমকি উপজেলায় পল্লী বিদ্যুৎ অফিসের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

গ্রাহকরা বিদ্যুৎ বিল প্রদান, লাইন মেরামত, নতুন মিটার সংযোগসহ জরুরী প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে যেকোনো বিদ্যুৎ বিভ্রাট হলে সমাধানের কোনো ব্যবস্থা থাকছে না।হঠাৎ এই কর্মবিরতিতে উপজেলা বাসির মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

জরুরি প্রয়োজনে বিদ্যুৎ অফিসে গিয়ে সেবা না পেয়ে অনেকেই ফিরে আসছেন। ভুক্তভোগীরা দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top