১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডাকসুতে জয় উদযাপনে দীঘিনালায় জামায়াতের মিষ্টি বিতরণ

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জনাব সাদিক কাইউমের ঐতিহাসিক বিজয় উদযাপন করেছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা জামায়াতে ইসলামী। এ উপলক্ষে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে আনন্দমুখর পরিবেশে মিষ্টি বিতরণ করা হয়।

বিকেলে  দীঘিনালা উপজেলা ১ নাং মেরুং ইউনিয়নে মিষ্টি বিতরণ করা হয়, পড়ে সন্ধ্যায় বোয়ালাখালী জামায়তের অফিসে দোওয়া ও মিষ্টি বিতরণ করা হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা জামায়াতে ইসলামের সভাপতি মাওলানা মোঃ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী এবং উপজেলা মায়তুলমালের সভাপতি মাওলানা জহির ইসলাম।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এই বিজয় বাংলাদেশের ইসলামীর  জন্য একটি বড় অনুপ্রেরণা।

তরুণ সমাজের বিশ্বাস, আস্থা ও ভালোবাসার প্রতিফলন ঘটেছে এই নির্বাচনে। তারা আশা প্রকাশ করেন, নতুন ভিপি ছাত্রসমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

মিষ্টি বিতরণ কর্মসূচিতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা সবাই আনন্দঘন পরিবেশে একে অপরকে মিষ্টি খাইয়ে বিজয়ের মুহূর্ত উদযাপন করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top