১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল

নিজস্ব প্রতিনিধি:

নেপালে চলমান বিক্ষোভের কারণে আটকে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে দেশে ফিরছে। বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে দলটি।

দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।

বাংলাদেশ দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। তবে ৮ সেপ্টেম্বর নেপালে ব্যাপক আন্দোলন শুরু হলে ৯ সেপ্টেম্বরের নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। একই দিনে দলের ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয় এবং খেলোয়াড়দের হোটেলে অবস্থান করতে হয়।

পরিস্থিতি জটিল হওয়ায় খেলোয়াড়দের দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টার কার্যালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে উদ্যোগ নেয়। মন্ত্রণালয়ের অনুরোধে সশস্ত্র বাহিনী বিভাগ একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে। সেই ফ্লাইটেই আজ দেশে ফিরছে বাংলাদেশ দল।

দলটি বিকাল ৩টা ৩০ মিনিটে ঢাকার কুর্মিটোলায় অবতরণ করবে। অবতরণের পর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করার কথা রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top