১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জাকসু নির্বাচনে ১ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ভোটগ্রহণ এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বন্ধ হওয়ার পর ভোট গ্রহণ কার্যক্রম আবার শুরু হয় বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে সকাল ১১টার দিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান মেয়েদের হলে প্রবেশ করলে বিতর্কের সৃষ্টি হয় এবং কর্তৃপক্ষ ভোট গ্রহণ বন্ধ করে দেয়। অভিযোগ ওঠে, তিনি অনুমতি ছাড়াই হলে প্রবেশ করেছেন। তবে সাংবাদিকদের এক প্রশ্নে সাদী বলেন, তিনি একজন শিক্ষকের সঙ্গে অনুমতি নিয়েই সেখানে গিয়েছিলেন।

এদিন সকাল ১০টার দিকে মীর মশাররফ হোসেন হলে ভোট দেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান এবং ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আরিফ উল্লাহ আদিব। ভোট দেওয়ার পর সাদী প্রশাসনের বিরুদ্ধে একটি সংগঠনের প্রার্থীকে সুযোগ সুবিধা দেওয়ার অভিযোগ করেন এবং কাউকে জেতাতে অতিরিক্ত ব্যালেট পেপার ছাপানোর অভিযোগও তোলেন।

অন্যদিকে ছাত্রশিবিরের প্রার্থী আদিব সাধারণ শিক্ষার্থীদের ওপর আস্থা প্রকাশ করে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি অভিযোগ করেন, নিয়ম ভঙ্গ করে সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঘোরাফেরা করলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি।

সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বে ভোটগ্রহণ শুরু হয়। এর আগে সব ব্যালেট বাক্স, ব্যালেট পেপারসহ ভোটের সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানো হয় এবং পোলিং এজেন্টরা দায়িত্ব গ্রহণ করেন। ভোটগ্রহণ বিকাল ৫টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top