৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বেরোবিতে আর্থিক সাক্ষরতা ও ব্যাংকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগিতায় এবং ঢাকা ব্যাংকের আয়োজনে তরুণদের জন্য আর্থিক সাক্ষরতা ও ব্যাংকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ঢাকা ব্যাংক কর্তৃক আয়োজিত এই সেমিনারটি একটি সময়োপযোগী পদক্ষেপ।

উপাচার্য বলেন, আজকের তরুণ প্রজন্মকেই আগামী দিনে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের নেতৃত্ব দিতে হবে। তাই শিক্ষার্থীদের ব্যাংকিং, বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে সচেতন হতে হবে। তিনি জানান, এই আয়োজন তরুণদের আর্থিক সাক্ষরতা ও ব্যাংকিং বিষয়ে জানলে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের তাত্ত্বিকভাবে বিভিন্ন জ্ঞান অর্জন করতে সহায়তা করবে। তিনি ঢাকা ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ নূর আলম সিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের এফভিপি রংপুর শাখার ম্যানেজার মঞ্জুর মোরশেদ এবং ঢাকা ব্যাংকের রিটেইল ব্যাংকিং ডিভিশনের এসএভিপি মোঃ সাইফুর রহমান। সেমিনারে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top