মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
পিয়ার সংস্কার ও দৃশ্যমান বিচারের দাবিতে আগামী ১৫ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা শহরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে দীঘিনালায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মধ্য বেতছড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা কাওসার আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ
খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আরিফ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মো. আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন মাওলানা আবদুল জাহাঙ্গীর।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিজয়ী করার লক্ষ্যে এবং ১৫ সেপ্টেম্বরের সমাবেশ সফল করতে উপজেলার সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় সভায়।