ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নটরডেম সোসাইটির আয়োজনে নবীণবরণ ও জবিস্থ নটরডেমিয়ানদের মিলনমেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার কেরানীগঞ্জে শ্যামল বাংলা রিসোর্টে নবীণবরণটির আয়োজন করা হয়।
কেরানিগঞ্জের উদ্দেশ্যে জবি ক্যাম্পাস থেকে তিনটি বাস সকাল ৮টা ৩০ মিনিটে রওনা দেয় এবং রিসোর্টে সকাল ১০টায় পৌঁছে।
নবীণবরণে উপস্থিত ছিলেন জবিস্থ নটরডেম সোসাইটির সভাপতি জহিরুল ইসলাম সোহাগ, জেনারেল সেক্রেটারি তাইয়াবুর রহমান,জয়েন্ট সেক্রেটারি সজিব, ইভেন্ট সেক্রেটারি এ. আর. মল্লিক, ট্রেজারার ইবনে আহাদ, প্রোমোশন সেক্রেটারি ইসমাইল হোসাইন, আইটি এন্ড কমিউনিকেশন এক্সিকিউটিভ মেম্বার দীপ্ত মন্ডাল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জবিস্থ সকল নটরডেমিয়ান শিক্ষার্থীরা।
সোসাইটির সভাপতি সোহাগ বলেন, “আজকের এই প্রোগ্রামে এক আনন্দময় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই সম্পূর্ণ প্রোগ্রামের আয়োজনের কৃতিত্ব ও আনন্দ সকল জবিস্থ নটরডেমিয়ানের।
নটরডেম কলেজ আমাদেরকে একাডেমিক পড়াশুনা ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজ দুটো সমান তালে চালিয়ে যাবার জন্য উৎসাহিত করে। নটরডেম কলেজে বর্তমানে ২৫টি ক্লাব আছে। ক্লাবগুলোতে যুক্ত হয়ে শিক্ষার্থীরা যথেষ্ট দক্ষতা অর্জন করে। পরবর্তীতে ভার্সিটি জীবনে তাদের সেই দক্ষতাগুলোর প্রতিফলন ঘটে।”
নবীণদের উদ্দেশ্যে সোসাইটির উপদেষ্টা মামুন বলেন, “এখানে আমরা যারা আছি তারা বেশিরভাগই ঢাবি, বুয়েট, মেডিকেলে চান্স না পেয়ে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হয়েছি। এই কারণে আমাদের অনেকেরই মন খারাপ। কিন্তু মন খারাপ করার কিছু নেই। জীবনে এক মুহূর্তের জন্য থেমে থাকা যাবে না। তোমাদের মধ্যে যে ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্টটাকে আবিষ্কার করতে হবে এবং সেই ট্যালেন্টের সর্বোচ্চ ব্যবহার করতে হবে।”
আরেকটা জিনিস খেয়াল রাখবে। সেটা হলো একাডেমিক পড়াশুনা যেন কোনো অবস্থাতেই খারাপ না হয়। তোমরা তোমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে।”
তিনি আরো বলেন, “সংগঠনের সুযোগ-সুবিধাগুলোর সদ্ব্যবহার করতে হবে। সংগঠন শিক্ষার্থীদেরকে স্মার্ট করে তোলে। সংগঠন শিক্ষার্থীদেরকে সুন্দরভাবে কথা বলার ও নেতৃত্ব দেবার সুযোগ করে দেয়।”
উল্লেখ্য, এই প্রোগ্রামে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়া নবীণবরণের বিশেষ আকর্ষণ হিসেবে বিকালে র্যাফল ড্র ও সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রুপ ফটো তোলার মধ্য দিয়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নবীণবরণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।