১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীর সৈয়দপুরে বিএলআরআই আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ফিতা কেটে ও নামফলক উন্মোচনের মাধ্যমে কেন্দ্রটির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র এবং বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুক। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর ফরিদা আখতার কেন্দ্রের বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখেন এবং আধুনিক গবেষণার জন্য গড়ে তোলা ল্যাবরেটরি ও প্রশিক্ষণ কক্ষ পরিদর্শন করেন। পরে তিনি কেন্দ্র প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন।

এ উপলক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আখতার বলেন, “প্রাণিসম্পদ খাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এগিয়ে নিতে আঞ্চলিক পর্যায়ে গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এই কেন্দ্র থেকে স্থানীয় খামারিরা আধুনিক জ্ঞান, প্রযুক্তি ও পরামর্শ পাবেন, যা সরাসরি দুধ, মাংস ও ডিম উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।”

তিনি আরও জানান, দেশের উত্তরাঞ্চলকে প্রাণিসম্পদ উন্নয়নের একটি শক্তিশালী ভাণ্ডারে পরিণত করার লক্ষ্যে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় বক্তারা প্রাণিসম্পদ খাতে গবেষণার গুরুত্ব, খামারি পর্যায়ে প্রযুক্তি সম্প্রসারণ, রোগ প্রতিরোধ ও উৎপাদন বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানটি প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে আয়োজন করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top