১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী ভার্সিটির, ছাত্রীহলে নবীনবরণ অনুষ্ঠিত

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঐতিহ্যবাহী কবি বেগম সুফিয়া কামাল হলে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হলো নবীন ছাত্রীদের বরণ অনুষ্ঠান। ফুলেল শুভেচ্ছা, উচ্ছ্বাস আর হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে হল প্রাঙ্গণ।

সঞ্চালনায় কৃষি অনুষদের শিক্ষার্থী জিনাতুন্নাহার জুইন ও আফিফা জেবিন ঐশী। নবীন শিক্ষার্থীদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মাৎস্যবিজ্ঞান অনুষদের আন্নাফি আইদা সাভা ও মিসকাতুম মমতাজ মাম্পি বলেন,“বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এভাবে আমাদের বরণ করে নেওয়া সত্যিই এক অন্যরকম অনুভূতি। এজন্য আমরা ভিসিকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কৃষি অনুষদের ছাত্রী সিলমুন রহমান তুবা ও ফাহমিদা ইয়াসমিন জিনিয়া।প্রধান অতিথি ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। নবীনদের উদ্দেশে বলেন, “পবিপ্রবি দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে তোমরাই সুনাগরিক হয়ে দেশকে নেতৃত্ব দেবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখি।”

তিনি আরও বলেন, “স্কুল-কলেজের সীমিত পরিসর পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হলো এক মুক্ত অঙ্গন। এখানেই তোমরা আত্মনির্মাণ ও আত্মবিকাশের সুযোগ পাবে। শিক্ষা ও জ্ঞানের আলোয় গড়ে উঠেই তোমরা দেশকে এগিয়ে নেবে এটাই আমাদের প্রত্যাশা।”

বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, ইএসডিএম অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোহসীন হোসেন খান, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ, বিজয় ২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড.মোঃ মাসুদুর রহমান এবং শহীদ জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ নিজাম উদ্দিনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-কর্মকর্তারা।

সভাপতিত্ব করেন সুফিয়া কামাল হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. মেহেদি হাসান সিকদার। আলোচনা পর্ব শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, কবিতা আর নৃত্যের মূর্ছনায় ভরে ওঠে পুরো পরিবেশ। ফুলেল শুভেচ্ছা আর সাংস্কৃতিক আমেজে স্মরণীয় হয়ে থাকল পবিপ্রবির নবীনবরণ উৎসব।।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top