১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে কৃষি খাস জমির দলিল হস্তান্তর

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে ভূমিহীন পরিবারের মাঝে কৃষি খাস জমির দলিল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাহীনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ইউএনও মোঃ রাজিব হোসেন।

এদিন জেলার মোট ৬৭ জন ভূমিহীন পরিবার তাদের জমির দলিল বুঝে নেন। সরকারের উদ্যোগে ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কৃষি খাস জমি বন্দোবস্তের মাধ্যমে জীবিকা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। এ ধরনের উদ্যোগ দারিদ্র্য বিমোচন, দারিদ্র্যসীমার নিচে বসবাসরত জনগোষ্ঠীর পুনর্বাসন এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত প্রদানের এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

ভূমিহীন পরিবারগুলোকে জমির মালিকানা প্রদানের মাধ্যমে তাদের জীবনে নতুন আশার আলো জেগেছে। জেলা প্রশাসন জানিয়েছে, এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং ধাপে ধাপে আরও পরিবারের হাতে জমির দলিল পৌঁছে দেওয়া হবে।

সরকারের এই উদ্যোগ ভূমিহীন মানুষের জন্য স্বপ্নপূরণের পাশাপাশি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বড় অবদান রাখছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top