১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন সভাপতি বিপ্লব, সাধারণ সম্পাদক মোশারফ

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ৪নং মধ্যনগর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মধ্যনগর বাজার প্রাঙ্গণে এ সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার আবে হায়াত স্বাগত বক্তব্য প্রদান করে সম্মেলনের কার্যক্রম উদ্বোধন করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও সহকারী নির্বাচন কমিশনার আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার আবুল বাসার, যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার মোশাহিদ তালুকদার এবং আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার কামাল হোসেন।

এছাড়া উপজেলা যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. কামাল হোসেন এবং সঞ্চালনা করে যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন। প্রথম অধিবেশনে সাংগঠনিক কার্যক্রম, চলমান আন্দোলন-সংগ্রাম এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার আলোচনা হয়।

পরে বিভিন্ন পদে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সভাপতি পদে বিপ্লব তালুকদার, সহ-সভাপতি পদে বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক পদে মো. মোশারফ হোসেন (তালা প্রতীক) ও জামাল তালুকদার (ফুটবল প্রতীক), যুগ্ম সাধারণ সম্পাদক পদে গোলাম কিবরিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ফারুক মিয়া প্রতিদ্বন্দ্বিতা করেন।

দ্বিতীয় অধিবেশনে প্রত্যক্ষ ভোটগ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিপ্লব তালুকদার, সাধারণ সম্পাদক পদে মো. মোশারফ হোসেন, সহ-সভাপতি পদে বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গোলাম কিবরিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ফারুক মিয়া নির্বাচিত হন।

ভোটের ফলাফল ঘোষণা শেষে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কাউন্সিলর ও নেতা-কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top