১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা সদর শিবপুরে ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় সাতক্ষীরা সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়নের শিবপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সম্মানিত সভাপতি আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক আরিফ বিল্লাহ, থানা সভাপতি হাসানুল বান্না, মেডিকেল কলেজের ডাক্তার মনিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহাইল এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের লক্ষ্য নির্ধারণ, সঠিক পরিকল্পনা প্রণয়ন ও নিয়মিত অধ্যয়নের মাধ্যমেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব। তারা ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা এবং স্বপ্ন বাস্তবায়নের সঠিক পথ বেছে নেওয়ার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া শিক্ষার্থীদেরকে আদর্শ জীবন গঠন, নৈতিক মূল্যবোধ ও আত্মবিশ্বাসী হয়ে সমাজে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা অভিজ্ঞ বক্তাদের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যৎ জীবনের জন্য সঠিক দিকনির্দেশনা পাওয়ার আনন্দ প্রকাশ করে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top