১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এশিয়া কাপ ম্যাচে ভারতের জয়ের পর হাত না মেলানোতে নতুন বিতর্ক

নিজস্ব প্রতিনিধি:

এশিয়া কাপ টি-টোয়েন্টি ম্যাচের আগে ছিল উত্তেজনা ও আলোচনা, কিন্তু দিনশেষে ফল হলো ভারতের জয়। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় এসেছে খেলা শেষে ভারতীয় ও পাকিস্তানি খেলোয়াড়দের করমর্দন না করা।

ম্যাচ শেষে ভারতীয় দল পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ম্যাচ-পরবর্তী অনুষ্ঠান বর্জন করেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সালমান অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকা ভারতীয় ধারাভাষ্যকারের সঙ্গেও কথা বলেননি।

সূত্র জানিয়েছে, যদি সঞ্চালক পাকিস্তানি হতেন, সালমান অনুষ্ঠানে যোগ দিতেন। এদিকে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব হাত না মেলানোর কারণ হিসেবে জানিয়েছেন, পেহেলগাম হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি এই জয় উৎসর্গ করেছেন নিহতদের পরিবার ও ভারতীয় সেনাবাহিনীকে।

ম্যাচ শেষে সূর্যকুমার ও শিভম দুবে মাঠ ছাড়লেও ভারতের অন্য ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ সাজঘর থেকে বের হননি। পাকিস্তান দল মাঠে অপেক্ষা করলেও করমর্দনের সুযোগ পাননি।

পুরস্কার বিতরণী মঞ্চে সূর্যকুমার বলেন, ‘পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের পাশে দাঁড়িয়েছি। আমাদের সংহতি প্রকাশ করছি।’

পাকিস্তানের কোচ মাইক হেসন ভারতীয় দলের আচরণকে অ-খেলোয়াড়সুলভ বলে মন্তব্য করেছেন এবং জানিয়েছেন, সালমান আলি আগা ভারতীয় উপস্থাপকের সামনে হাজির না হয়ে প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনায় পাকিস্তান দলের ম্যানেজমেন্ট ম্যাচ রেফারির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top