মোঃ নুর আলম পাপ্পু, খোকসা প্রতিনিধিঃ
মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন কুমারখালী – খোকসা উপজেলার প্রিয় মুখ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার খান।
আজ সোমবার, ১৫ সেপ্টেম্বর বেলা ১১টায় খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো এক অনন্য ও ব্যতিক্রমী আয়োজন।
শতাধিক ভ্যানচালকের অংশগ্রহণে রঙিন এক র্যালি বের করা হয়। খোকসা স্কুল মাঠ থেকে শুরু হয়ে র্যালিটি খোকসা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয়। ভ্যানচালকদের আনন্দ উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।
আলহাজ্ব মোঃ আনোয়ার খান ঘোষণা দেন, খোকসা পৌর এলাকায় ভ্যানচালকদের এক বছরের পৌর ট্যাক্স সম্পূর্ণ মওকুফ করা হবে।
এই ঘোষণা শুনে আবেগে আপ্লুত হয়ে ওঠেন ভ্যানচালকরা। তারা জানান, এমন মানবিক সিদ্ধান্ত তাদের জীবনে অনেক স্বস্তি ও আশার আলো জাগিয়েছে।
স্থানীয় গণমাধ্যম কর্মী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার নেতাকর্মী ও সাধারণ জনগণ এই আয়োজনে উপস্থিত ছিলেন। সকলে একবাক্যে বলেন, আজকের দিনটি খোকসা ভ্যানচালকদের জীবনে ইতিহাস হয়ে থাকবে। আনোয়ার খান শুধু নেতা নন, তিনি সাধারণ মানুষের বন্ধু।
এই মহৎ উদ্যোগে খোকসা উপজেলায় এক নতুন দৃষ্টান্ত তৈরি হলো। সাধারণ মানুষ থেকে শুরু করে সুবিধাবঞ্চিত ভ্যানচালক পর্যন্ত সকলের হৃদয়ে জায়গা করে নিলেন আলহাজ্ব মোঃ আনোয়ার খান।
অনেকের ভাষায়, রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, মানুষের জন্য কাজ করাই প্রকৃত রাজনীতি।