১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সৈয়দপুরে জামায়াতের নির্বাচনী শোডাউন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে শোডাউনটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ হয়।

শোডাউনে নেতৃত্ব দেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর ও চেয়ারম্যান প্রার্থী মো. শফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম, পৌরসভা মেয়র প্রার্থী ও শহর আমীর আলহাজ্ব শরফুদ্দিন খান, শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, কিশোরগঞ্জ উপজেলা আমীর আব্দুর রশিদ শাহ, উপজেলা নায়েবে আমীর ও চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী আক্তারুজ্জামান বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস আলম, সহকারী সেক্রেটারি সিব্বির আহমেদসহ উপজেলা ও পৌরসভার বিপুলসংখ্যক নেতাকর্মী।

শোডাউন শেষে সংক্ষিপ্ত সমাবেশে হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে রাজনীতি করে। আল্লাহর আইন ও সৎ নেতৃত্বের মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ইতিহাসের সর্বোচ্চ লুটপাট ও দুর্নীতির রেকর্ড করেছে। জনগণ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত।

তিনি আরও বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে জনগণ সৎ নেতৃত্বকে সমর্থন দিয়েছে। আগামীতেও জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। এজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শোডাউন উপলক্ষে শহরের প্রধান সড়কগুলোতে উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এ আয়োজন এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top