১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের সমাবেশ, পিআর পদ্ধতির নির্বাচনের দাবি

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্বত্য জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আজিজি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা দায়িত্বশীল, খেলাফত মজলিস, এনসিপি এবং গণঅধিকার পরিষদের প্রতিনিধি।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা লোকমান হোসেন জাফরী বলেন, “আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে। জনগণের কাছে আমরা একটি পরীক্ষামূলক ভোট চাই, তারা সুযোগ দিলে ইসলামী আন্দোলন বাংলাদেশই হবে স্থায়ী সমাধানের পথপ্রদর্শক।”

বিশেষ অতিথি মাওলানা কাউসার আজিজি বলেন, “আমি যদি খাগড়াছড়ির আসনে এমপি নির্বাচিত হই, তবে সর্বপ্রথম দুর্নীতি দূরীকরণে উদ্যোগ নেব। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকলের মাঝে সমঅধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।”

অন্যান্য বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে দেশের জন্য একটি দৃষ্টান্তমূলক নির্বাচন। বাংলাদেশের জনগণ ইসলামকে ক্ষমতায় দেখতে চায়—এমন প্রত্যাশা থেকেই ইসলামী আন্দোলনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top