জাকির হোসেন হাওলাদার, দুমকী( পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় বিভিন্ন হাট বাজারে মৌসুমি সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে দাম কমেছে। ফলে সাধারণ ক্রেতারা স্বস্তিতে সবজি কিনতে পারছেন।দুমকীর, বিভিন্ন বাজার পিরতলা,বোডঅফিস,আংগারিয়া, লেবুখালি,কালবার্ড কদমতলা বাজার ঘুরে দেখা যায়, অন্যান্য বছরের তুলনায় এবার সবজির দাম অর্ধেকে নেমে এসেছে।
গত বছর যেখানে বেগুনের দাম ছিল ৮০ থেকে ১০০ টাকা কেজি, সেখানে বর্তমানে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি পাওয়া যাচ্ছে ৫০ টাকায়, লাউ ৪০ থেকে ৫০ টাকার মধ্যে, আলু ২০ থেকে ২৫ টাকা কেজি এবং কলমি শাক মাত্র ১০ থেকে ১৫, শসা ৩০ টাকা, এবং ধনেপাতা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ক্রেতারা জানান, এ বছর সবজির দাম হাতের নাগালে থাকায় তারা স্বস্তিতে বাজার করতে পারছেন। বিক্রেতারাও বলছেন, দুমকীর বিভিন্ন এলাকায় সবজির উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে, যার ফলে দাম কমেছে।
স্থানীয় কৃষক মতফা সিকদার বলেন আমরা সরকারি সহযোগিতা পেলে কৃষি কাজে আরও ভূমিকা রাখতে পারব। স্থানীয় ক্রেতা আব্দুল বারেক বলেন দুমকিতে উঁচু জমি থাকলে আমরা আরো অনেক কম দামে সবজি খেতে পারতাম । বিক্রেতাদের দাবি, সরকারি সহায়তা ও কৃষির আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানো হলে আগামীতে আরও বেশি পরিমাণে সবজি উৎপাদন সম্ভব হবে, যা স্থানীয় বাজারের পাশাপাশি বাইরের বাজারেও সরবরাহ করা যাবে।