তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইন্স মাঠে আয়োজিত মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন জেলা পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। এ সময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা প্যারেডে অংশ নেন।
পরে পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয় মাসিক কল্যাণ সভা। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন। সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিল। সভায় বিভিন্ন থানায় কর্মরত সদস্যদের কাছ থেকে প্রস্তাব গ্রহণ ও পূর্ববর্তী সভায় উত্থাপিত বিষয়গুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভা শেষে ২০২৫ সালের আগস্ট মাসের কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন—
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: মোঃ মাহবুবুর রহমান মোল্লা (ওসি বড়লেখা থানা)
শ্রেষ্ঠ এসআই: শিপু কুমার দাস (সদর মডেল থানা)
শ্রেষ্ঠ সার্জেন্ট: বিশ্বজিৎ সামন্ত (সদর ট্রাফিক)
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার: মোঃ ইউসুফ আলী (এএসআই, সদর মডেল থানা)
এছাড়া বিশেষ পুরস্কার অর্জন করেন— বড়লেখা থানার এসআই সুব্রত চন্দ্র দাস, শ্রীমঙ্গল থানার এসআই অলক বিহারি গুন ও রাজনগর থানার এসআই অরূপ সরকার। দাপ্তরিক কাজে দক্ষতার স্বীকৃতি হিসেবে পুলিশ সুপারের কার্যালয়ের স্ট্যানো-০১ রন্টু রঞ্জন ধরকেও পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ জেলার সব থানার ইনচার্জ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।