১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ধর্ম মন্ত্রাণলয়ের যুগ্ন সচিব হলেন চাঁপাইনবাবগঞ্জের ডিসি আব্দুস সামাদ

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

যুগ্ন সচিব পদে পদন্নোতি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুস সামাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে পদায়ন করেছে সরকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়া একই প্রজ্ঞাপনে মাদারিপুরের জেলা প্রশাসক ইয়াসমিন আক্তারকে নিজ দায়িত্ব থেকে প্রত্যাহার করে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রসঙ্গত, আব্দুস সামাদ গত বছরের ১২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। যোগদানের পর পরই তিনি ঘোষণা দেন সিরাতুল মোস্তাকিমের পথে চলতে চাই।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার নতুন এই জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অনুবিভাগে কর্মরত ছিলেন। তিনি ২৪তম বিসিএস ব্যাচের একজন সদস্য।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top