জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা বিএনপির সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় দুমকী উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন। বিশেষ অতিথি ছিলেন সাবেক আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন খান দুলাল, বসির আহম্মেদ মৃধা ও জিএস বাচ্চু, মো: মিজানুর রহমান প্রমুখ।
উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন। নেতারা অভিযোগ করেন, আজিজ আহমেদ ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটিতে চিহ্নিত ছাত্রলীগ কর্মীদের অন্তর্ভুক্তির বিরোধিতা করায় গোলাম সরোয়ারকে বহিষ্কার করা হয়েছে। অথচ সাম্প্রতিক জুলাই-আগস্ট আন্দোলনসহ বিভিন্ন ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। একাধিক মামলায় কারাবরণ করেছেন এবং ছাত্রলীগ-যুবলীগের হাতে একাধিকবার লাঞ্ছিত হয়েছেন।
গত শনিবার দুমকি উপজেলা বিএনপির জরুরি সভায় তিন দফা প্রস্তাব গৃহীত হয়—
১. গণপদত্যাগ।
২. জেলা বিএনপির কোনো কর্মসূচিতে আপাতত অংশ না নেওয়া।
৩. হরতাল-অবরোধসহ রাজপথে অবস্থান কর্মসূচি।
উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, জেলা বিএনপির নেতৃবৃন্দ তিন দিনের সময় নিয়েছে আমরা এমন কোন সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়া অনাকাঙ্ক্ষিত কর্মসূচি দেওয়া হবে না।দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী দুমকি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।