আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি:
খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা নন্দিরগাঁও ইউনিয়ন শাখার মজলিসে শুরা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ইউনিয়নস্থ সালুটিকর বাজারে উক্ত মজলিসে শুরা অনুষ্ঠিত হয়।
শুরা অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার যুব বিষয়ক সম্পাদক ও ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন। অধিবেশনের শুরুতে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেন হাফিজ জাকারিয়া আহমদ। শুরা সদস্যদের পরামর্শের ভিত্তিতে আগামী ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন মাওলানা জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক মনোনীত হন হাফিজ রমজান আলী। ২০২৫-২৬ সেশনের মনোনীত অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি কারী আবু বকর, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক হাফিজ জাকারিয়া আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ বিলাল আহমদ, বায়তুলমাল সম্পাদক কাওছার আহমদ রাজু, প্রচার সম্পাদক ইয়াহইয়া আহমদ, অফিস সম্পাদক জিহাদুল ইসলাম, নির্বাহী সদস্য ইমাম উদ্দিন, এমাদ উদ্দিন, ইমাম উদ্দিন, লায়েক আহমদ, জুবায়ের আহমদ ও জামাল উদ্দিন।
নির্ধারিত কার্যক্রমের পর সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসাবে হেদায়তি বক্তব্য রাখেন ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন। বিশেষ অতিথি হিসাবে হেদায়তি বক্তব্য রাখেন খেলাফত মজলিস জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়ন শাখার বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহ আল সুমন।