৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পবিপ্রবি শিক্ষার্থীদের সার্ভিস চার্জবিহীন অ্যাকাউন্ট সুবিধা দিচ্ছে এনআরবিসি ব্যাংক, তিন দিনের ক্যাম্পেইন 

মোঃ ফাহিম,পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য সার্ভিস চার্জবিহীন ফ্রি সেভিংস অ্যাকাউন্ট সুবিধা দিতে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। এ লক্ষ্য আগামী তিন দিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যাম্পেইন করবে ব্যাংকটি। সার্ভিস চার্জবিহীন ফ্রি অ্যাকাউন্ট সুবিধার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ডেবিট কার্ড সার্ভিসও দেবে ব্যাংকটি। ইতোমধ্যে এনআরবিসি ব্যাংক কর্তৃপক্ষের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এ সম্পর্কিত আলাপ-আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই ক্যাম্পেইনে সম্মত হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
আগামী ১৬, ১৭ ও ১৮ সেপ্টেম্বর তিন দিনে এনআরবিসি ব্যাংক কর্তৃপক্ষ নির্দিষ্ট বুথে এই ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অবস্থিত অস্থায়ী এই বুথে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
শিক্ষার্থীরা যা যা সুবিধা পাবেন—
১. অ্যাকাউন্ট খোলার সর্বনিম্ন ব্যালেন্স ১০০ টাকা।
২. অ্যাকাউন্টের সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি।
৩. অ্যাকাউন্টের বিপরীতে ডেবিট কার্ড ও চেক বই সম্পূর্ণ ফ্রি।
৪. সাধারণ সেভিংস অ্যাকাউন্ট অপেক্ষা অধিক মুনাফা (৬.৫%)।
৫. প্রতি মাসের মুনাফা দিনভিত্তিক হিসাব করে মাস শেষে অ্যাকাউন্টে প্রদান।
৬. বিদেশে পড়াশোনা খরচ বহনে বিশেষ ঋণ সুবিধা।
৭. বিদেশে পড়াশোনার জন্য টিউশন ফি প্রদানের ক্ষেত্রে সহজে স্টুডেন্ট ফাইল খোলার সুবিধা।
৮. বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট/স্টেটমেন্ট প্রাপ্তির সুবিধা।
৯. এনআরবিসি PLANET অ্যাপ দিয়ে সকল স্থানে ডিজিটাল লেনদেনের সুবিধা।
১০. এনআরবিসি ব্যাংকের সকল ক্যাশ কাউন্টারে PLANET অ্যাপ দিয়ে নগদ টাকা উত্তোলনের সুবিধা।
১১. ডেবিট কার্ড দ্বারা এনআরবিসি ব্যাংকসহ যে কোনো ব্যাংকের এটিএম/সিআরএম থেকে নগদ টাকা উত্তোলনের সুবিধা।
অ্যাকাউন্ট খুলতে প্রয়োজনীয় কাগজপত্র—
১. এনআইডি/জন্মনিবন্ধনের ফটোকপি
২. ২ কপি ছবি
৩. নমিনির ১ কপি ছবি এবং এনআইডি ফটোকপি
৪. বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের ফটোকপি
এ বিষয়ে এনআরবিসি ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার সৈয়দ আবদুল্লাহ আল মুইস বলেন, “আমরা পবিপ্রবি শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খোলার সুবিধা দিতে আগামী তিন দিন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করব। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সার্ভিস চার্জবিহীন অ্যাকাউন্ট সুবিধা, চার্জবিহীন ডুয়েল কারেন্সি এটিএম কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে আমরা তাদের নিরাপদ ব্যাংকিং ও লেনদেনের ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে পারব বলে আশা করি।”
তিনি আরও বলেন, “বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রায়শই শিক্ষার খরচ বহন, টিউশন ফি প্রদান কিংবা সলভেন্সি সার্টিফিকেটের জন্য ভোগান্তির শিকার হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এনআরবিসি ব্যাংকের মাধ্যমে এসব সুবিধাও পেতে যাচ্ছে, যা উচ্চশিক্ষাকে আরও সহজতর করবে বলে প্রত্যাশা করি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top