নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দীর্ঘদিন ধরে বাহাত্তুরের সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে আসছে। তবে কাঙ্ক্ষিত সংস্কার ও নতুন সংবিধান না হলে দলটি আসন্ন নির্বাচনে অংশ নেবে কি না তা নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন চলছে।
এ বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সোমবার যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা চাই নির্বাচন হোক সময়মতো। ভোটের আগে অবশ্যই নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। সামগ্রিক প্রচেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের। তবে সংবিধান সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। যারা ঐক্যমতে না এসে নির্বাচন করতে চায়, তাদের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ।”
শর্তগুলো পূরণ না হলে এনসিপির অবস্থান কী হবে—এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা চাই নির্ধারিত সময়েই নির্বাচন হোক। বারবার বলেছি, আমাদের এ বিষয়ে আপত্তি নেই। এমনকি নির্বাচন ডিসেম্বরেও হতে পারত। কিন্তু শর্তগুলো পূরণ করা জরুরি। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা মূলত এই সংস্কারগুলো এড়িয়ে যেতে চাইছে, যা সন্দেহ তৈরি করছে। নতুন সংবিধান জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। যদি কোনো কারণে সেটি না হয় বা সরকার যদি সময়মতো নির্বাচন না করতে চায়, তখন আমাদের অবস্থান পরিষ্কার হবে।”
তিনি আরও বলেন, “কোনো রাজনৈতিক দল নির্বাচন ঠেকাতে পারে না। যদি নির্বাচন না হয় তবে সেটা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে। সরকার নির্বাচন আয়োজন কতটা সফলভাবে করতে পারছে, সেটিই এখন মূল বিষয়।”