৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “স্মরণীয় জুলাই” এর স্মরণিকার মোড়ক উন্মোচন

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

জুলাই,আগস্ট ২৪ গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে “স্মরণীয় জুলাই” নামে একটি স্মরনিকা প্রকাশিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম তাঁর দপ্তরে এ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস. এম হেমায়েত জাহান, রেজিস্ট্রার প্রফেসর ড.মো: ইকতিয়ার উদ্দিন, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড.মো: সাজেদুল হক, এগ্রোফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.মো: মাসুদুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের( ভারপ্রাপ্ত) পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ,ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো,জিয়া পরিষদের (কর্মকর্তা ইউনিট) সভাপতি মো:আবুবকর সিদ্দিক,সাধারণ সম্পাদক হাচিব মোহাম্মদ তুষার, সহকারী অধ্যাপক ও ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব ড. মুহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top