১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে চারদিকে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলায় এবার মোট ৮৪৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র রায়-এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

সভায় জেলা পুলিশ, পূজা উদ্‌যাপন পরিষদ, বিভিন্ন উপজেলার পূজা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। জানা গেছে, প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন ও টহল কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত হয়।

এসময় জেলা প্রশাসক বলেন— “শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় নয়, এটি সামাজিক ও সাংস্কৃতিক উৎসবও। সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।”

সভায় নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম জানান, জেলার সেরা তিনটি পূজামণ্ডপকে প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। এ উদ্যোগ পূজামণ্ডপগুলোকে আরও সৃজনশীল ও আকর্ষণীয়ভাবে সাজাতে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলায় সর্ববৃহৎ এ শারদীয় উৎসবকে ঘিরে সর্বস্তরের মানুষের মধ্যে এখন থেকে উৎসবের আমেজ বিরাজ করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top