১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আমার বিরুদ্ধে অভিযোগ করেনি ফিফা বললেন সালাম মুর্শেদী

বাফুফের অর্থ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে শাস্তি দিয়েছে ফিফা। অর্থ কমিটির চেয়ারম্যান এর দায়িত্ব পালন করার সময় নির্দিষ্ট কিছু ক্রয়সংক্রান্ত কাগজপত্রে যে সমস্ত ভুল তথ্য দেওয়া হয়েছে, সেগুলো অনুমোদন দিয়েছেন সালাম—এমন অভিযোগ ফিফার। কিন্তু সালাম মুর্শেদী জানিয়েছেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি ফিফা—‘আমার নামে অভিযোগ করতে পারেনি ফিফা।’

গতকাল সালাম জানিয়েছেন, এখানে ভুল কি শুদ্ধ, সেটা কথা নয়। আমরা যা ক্রয় করেছি, তার পক্ষে কাগজপত্র দিয়েছি। সেখানে ভুল থাকলে পুনরায় সেটা যাচাই-বাছাই করে দেওয়া যেত। আমরা ফুটবল কেনায় অনিয়ম করব, কিংবা ঘাস কাটার মেশিন ক্রয়ে অনিয়ম করব, এটা কি বিশ্বাসযোগ্য! যেভাবেই হোক, কোথায় কোনো ভুল হয়েছে। আমরা এসব বিষয়ে কথা বলতে চাই না।’ অনিয়ম না হলে বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে সালামকে। তিনি বলেন, ‘আমি অর্থ-কমিটির চেয়ারম্যান ছিলাম বলে আমাকে এটা নামমাত্র জরিমানা করা হয়েছে। ফিফা যেসব খাতে টাকা খরচ করতে বলেছে, সেভাবেই করা হয়েছে।’

ফিফা এক বছর আগে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল। সেই সোহাগকে গতকাল আরো তিন বছরের জন্য নিষিদ্ধ করার ঘোষণা দেয়। বলা হচ্ছে শাস্তির বিপক্ষে আপিল করায় নতুন শাস্তি দিয়েছে ফিফা। যারা শাস্তি পেয়েছেন, তাদের পক্ষ থেকে জানা যায় এটি নতুন আরেকটি অভিযোগ বের করে শাস্তি দেওয়া হয়েছে। আসলে কোনটি সঠিক, সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। তবে তারা জানিয়েছেন, আইনজীবীর সঙ্গে কথা বলে জানতেন, ফিফা নতুন কোনো বিষয় নিয়ে শাস্তি দিয়েছে কিনা। সালাম মুর্শেদী জানিয়েছেন, তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ঢাকা ও আশেপাশের এলাকায় সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধি: যোগাযোগের নম্বর প্রকাশ

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনী তাদের তৎপরতা জোরদার করেছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে সেনা ক্যাম্প স্থাপন করা

সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত ১২টার কিছু আগে রাজধানীর

শহীদ কন্যা লামিয়া ধর্ষণ ও আত্মহত্যা: আলোচিত আসামি ইমরান গ্রেপ্তার

জাকির হোসেন হাওলাদার, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকী উপজেলার আলোচিত কলেজছাত্রী ও শহীদ কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ এবং আত্মহত্যায় প্ররোচনার মামলার পলাতক প্রধান আসামি ইমরান

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ২৯, আহত ৯৪

নিজস্ব প্রতিবেদক: গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর লাগাতার হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৯ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৯৪ জন আহত হয়েছেন। সোমবার গাজার স্বাস্থ্য

Scroll to Top